কঠোর শাসনে আছে ছেলে
    অবহেলা ও বঞ্চনায় বারমাস
ছেলের কখনো  সুখই জোটেনা,
      বন্ধুর কারণে হয় সর্বনাশ।

দিন রাত ধরে  ঘুম আসে না
      কেবলই বাবাকে না দেখে
বন্ধু পড়ে আছে  বাবার কাছে  রোজ,
     ছেলেকে উপেক্ষিত রেখে।