স্মৃতিগুলো  ভেসে ওঠে  দিনের আয়নায়
প্রকৃতির ইশারায় ভালোবাসার মহড়া দেখি
ক্লান্ত ক্লান্ত হৃদয়ের  মুছে যাওয়া ঠিকানা
ফিরে পাওয়ার উল্লাসে মেতে উঠি