মেঘলা দিনের সূর্যের মতো
তুমি উধাও হয়ে যাও
নিজের অসমাপ্ত কাজ ফেলে
দিনের শুরু থেকে শেষ অবধি
অন্যকে আলো দেখাতে গিয়ে
নিজেই উধাও হয়ে যাও
দিন আছে আলো নেই
উদাস হাওয়ায়
কেবলই নিছক মনখারাপ
শুধু মিথ্যে সঙ্গীর নেশায়
যে পথ তোমার নয়
সেই পথে হেঁটে যাও
রাত দিন অন্ধকার মাখা শরীরে
আবারও উধাও হয়ে যাও।