আজ তোমার মুখে পৌরাণিক লিপি
শুনতে শুনতে দূরের নীলে যে নক্ষত্র
যাযাবর মেঘের মধ্যে ভেসে ওঠে
তা কেবলই তোমার একাকিত্ব
আমি তা বুঝেছিলাম তোমার হৃদয়ে তারাদের কোলাহল
এক জীবনের কী এমন সাধ্য বলো
দু:খ কুড়ানো মনের পাশে
কত-না অজানা শব্দ
যা শুনতে শুনতে —
এক সময় হৃদয়ে এক উচ্ছ্বাস এঁকে রাখে
তুমি আমি,আমি তুমি চিরকাল।