তুমি যেদিন বুঝবে
সেদিন হয়তো আমি থাকব না
তোমার জন্য শুধু থাকবে
আমার অফুরন্ত শ্রদ্ধা
যেভাবে তুমি রোজ রোজ
কাউকে খুশি রাখতে  চাও
তুমি তার মিথ্যে নাটকে
অক্ষরেখায় নিয়োজিত হয়ে
আমাকে কয়েক'শ  ক্রোশ দূরত্বে রেখে
তুমি চলে গেলে...
তবুও
সারাজীবন
চিরন্তন
তোমার পায়ে অঞ্জলি দিয়ে যাবো
তুমি সেদিন বুঝবে
তোমার প্রতি সন্তানের ভালবাসা।