তুমি বড়সড়  কষ্টের মাঝে  সুখ পেতে চেয়েছিলে
তাই তুমি এলে আমার কাছে
অথচ আরও  বেশি সুখের আশায়  চলে গেলে
যাও—
যারা যায় তারা খোঁজে  ভিন্ন ভিন্ন  সুর
যা মুখোশের আদলে মুখ ঢাকা থাকে

দিন- রাতের যন্ত্রণা যে আলো দিতে পারে
তা তুমি যদি জানতে...