তুমি সেই, যাকে আমি না দেখে থাকতে পারি না
তুমি সেই,যে সাজানো নাটকে বন্দী থাকে
তুমি সেই,যে  স্নেহের পরশ দিতে দিতে পারে
তুমি সেই,যে আমাকে নতুন জন্ম দিয়েছে
তুমি সেই, যে মুহূর্তেই অন্যের শিকার হতে পারে
তুমি সেই,যার চোখে স্মৃতির কষ্ট আছে
তুমি সেই, যে রোজ রোজ আমাকে দূরে রাখে
তুমি সেই, যার মুখে মুখোশ ভেজানো থাকে
তুমি সেই, যে অকারণে অন্যের পেছনে দৌড়ায়
তুমি সেই,যার আত্মীয় স্বজন শূন্য
তুমি সেই,  যে অন্যের স্বার্থে  ব্যবহার হয়
তুমি সেই,যার ছায়ায় বসে আছি অনন্তকাল...