তুমি চেয়েছিলে যেমন
ঠিক তেমন পাও নি বলে
আমাকে তোমার মানচিত্র থেকে
অনেক অনেক দূরে সরিয়ে দিলে
আমি জানি তোমার চাওয়া - পাওয়া
কামনা - বাসনা
তবুও না জানার ভান করে প্রত্যক্ষ দেখি
তুমি ক্রমশ ঢুকে পডছো অন্যের বাসনায়
আস্তে আস্তে করে সরে যাচ্ছ
তবুও তুমি..
চেয়েছিলে যেমন.
ঠিক ততটাই তোমাকে
উপহার দিয়ে যাবো।