হয়তো আমি তোমার কাছে মূল্যহীন
তোমার কাছে যার মূল্য বহু বেশি
তাকে নিয়েই কাটাও দিন
শুধু তোমার কাছে আমার যা প্রাপ্য ছিল
তা সুধা বিষ আর সাদা অন্ধকার
তুমি যার শরীরে আলো জ্বালিয়েছো
জ্যোৎস্নার ভেতর নব নব আনন্দে
অনেক কাছে রেখে
অথচ শুধু বিতৃষ্ণা আমার জন্য
তোমার মনের ভেতর
এখন সময় হয়েছে বলার
তুমি বলো কে শুধু তোমার!