নদীর পারে দাঁড়িয়ে আমি
দেখছি তুমি যাচ্ছো চলে,
সাঁঝের বেলা পানসি নৌকায়
ছইয়ের ভিতর ঘোমটা তুলে।

তোমার পানে তাকিয়ে থেকে
কষ্ট ভাসাই নদীর স্রোতে,
স্বপ্নগুলি নুড়ির পাথর
ছড়িয়ে দিলাম যাত্রা পথে।

জানি তুমি আসবেনা আর
কোনোদিনও আমার হয়ে,
মেঘেরা তাই বুকে করে
নিয়ে যাচ্ছে সবই বয়ে।

যেথাই থাকো ভালো থেকো
ভুলে থেকো এই আমারে,
তুমি আমার ভিন্ন আকাশ
থাকবে আমার দু'চোখ জুড়ে।