আর একটা জন্ম পেলে
তোমারই সন্তান হবো এমনই তপস্যা
তোমাকে পেতে যদি  আমার মৃত্যু হয়
তাতেও আমি নিরদ্বিধায় সম্মত আছি
আমার  প্রিয়জনেরা  ছেড়ে চলে গেলেও
আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো

আর একটা জন্ম পেলে
তোমার পায়ের কাছে বসে
তোমায় অঞ্জলি দেবো
তুমি আমার ঈশ্বর হও
আমার প্রতিটি সময়ে
তোমাকে প্রত্যাশা করি
তুমি  শুধু আমার ঈশ্বর