সেদিন প্রথম দেখাতে শুধু তোমার চাওয়া ছিল
আমি আমার সরল মনে তোমাকে চিনেছিলাম
তোমার দু:খের কথা শুনতে শুনতে
রাত পেরিয়ে গেলে আমাকে সহজ ভাবে
তোমার হৃদয়ে ঠাঁই দিলে
আমি তোমার বিশ্বাস
তুমি আমার ভরসা হলে
তোমার ভালোলাগা আমাকে ঘিরে সময় বাড়তে থাকে
একে অপরের কাছাকাছি এলাম দূরত্ব এড়িয়ে
তুমি তোমার অতীত ভুলে  
আমাকে সন্তানের স্নেহ দিয়ে বুকে টেনে নিলে
আকাশের তারাগুলো সেদিন  আনন্দে জ্বলজ্বল করে
উঠলো
সারা আকাশ জুড়ে আলো আর আলো
তোমার ছোট ছোট আনন্দগুলো ভাগকরে নিই

অথচ হঠাৎ তুমি আমাকে মিথ্যে কলঙ্কিত করে
আমার চোখে একমেঘ বৃষ্টি ভরিয়ে দিলে
আমি অবাক হয়ে তোমার দেওয়া কলঙ্কটুকু
আমি সারাজীবন আশীর্বাদ ভেবে মাথায় নিলাম
কারণ তুমি আমার কাছে কেবলই ঈশ্বর...