তুমি আছো বলে
অনেক কষ্ট ও দু:খ ভুলে গেছি
তুমি আছো বলে
তোমার প্রেরণায় শুধু বেঁচে আছি।
তুমি আছো বলে
সকালে বাবার আশীর্বাদ পাই
তুমি আছো বলে
বাবার স্নেহ ও আদরে গান গাই।
তুমি আছো বলে
এখন হাসি ও খুশিতে থাকি
তুমি আছো বলে
পূজার আসনে তোমায় রাখি।
তুমি আছো বলে
একবুক বিশ্বাস নিয়ে আছি
তুমি আছো বলে
বেঁচে থাকার স্বপ্ন দেখেছি।
তুমি আছো বলে
মৃত বাবা ও মাকে দেখি তোমার হৃদয়ে
তুমি আছো বলে
অতীত স্মৃতি ভুলে তোমায় ধরেছি জড়িয়ে।
তুমি আছো বলে
আমি রাতে ঘুমোই শান্তি করে
তুমি আছো বলে
তোমাকে রেখেছি জড়িয়ে ধরে।