আমার গুরুত্বের দাম দিও না
নিজেকে গুরুত্ব দিও
অপরের স্বাচ্ছন্দের জন্য নিজেকে নিয়োজিত করো না
সমীচীন একাকিত্ম কে আনুনাসিকের সূরে পূর্ণ করো
চিন্তা - ভাব- কাজ - স্নেহ - মায়া মননের আন্তরিকতায় ব্যাপ্ত হও
তুমি অন্যের লঘু তামাশার মতো হয়ে ওঠো না
আমি না হয় দাঁড়িয়ে থাকি বাহিরের অন্ধকারে
তোমার স্নেহকে ঘিরে কেবলই প্রতিরাতে
অথচ দিন রাত আচ্ছাদনে মোড়া অন্যের প্রয়োজনে
তোমাকে ব্যবহার করে নি:সঙ্গতার পথে দাঁড় করায়
তুমি আবারও নতুন করে বাঁচতে চাও
তোমার সেই অন্তরে।