সেদিন,তোমার  সতর্কবাণী  কেউ-ই  শোনেনি
তবু, অসঙ্গতি শিখা নেভাতে  বহু চেষ্টা করে গেছ তুমি
শিল্প,চাকরি, তরুণ প্রজন্মের চিন্তায় কেটেছে সময়
শুধু হিংসাতন্ত্র  পেছনে পেছনে
টের পাওনি,নদীর বাঁকও সরে গেছে কোথায়, কখন
কখন বা বন্ধ হয়ে গেছে মাঝিদের গান
শোনেনি  বা উন্নাসিক কিছু — শোনেনি  সে সতর্কের বাণী
বরং ক্রমশ বেড়ে গেছে চক্রের দোর্দণ্ড প্রতাপ
মানুষের জন্য তোমার চাওয়া
নি:সঙ্গ হয়ে গেছে ধীরে
অসহায় বিবেক আজ কাতর

আজ দুর্নীতি  খাচ্ছে অবিরাম, চৌ প্রহর কথা বলছে আড়ালে দলবাজ
প্রতিদিন বিষণ্ণ, নি:সঙ্গ হয়ে যাচ্ছে জনতা মনের আকাশ
তবুও কারোর ভ্রুক্ষেপ নেই , নেই কারোর  চোখ-

তবুও তুমি রেখে গেলে  ভবিষ্যৎ প্রজন্মের কাছে
নতুন ভোরের প্রশ্ন!