তোমার দৈনন্দিন জীবন বড্ড এলোমেলো
নিজে ঠিক নিজের মতো করে রাখতে পারো না
পূব- পশ্চিম আকাশের গায়ে লেগে থাকা ছবি গুলোর মতো
তোমার মনে আচ্ছন্ন কুয়াশার দাগ লেগে থাকে
তোমার ভাবনার বিস্তৃতি অক্ষরেখার পথ পেরোলেও
একটু একটু করে সকাল পুষ্পকলির ন্যায়
তুমি দু:খগুলো পথের উপর ছড়াতে ছড়াতে যাও
তুমি সেই পথে ফিরতে পারবে না জেনে
ঠিক তখনই বুঝতে পারো
তোমার পথগুলো কাঁটায় ভরা...