তোমার দেওয়া কথাগুলোর অর্থ
আমি এখনো খুঁজি
তুমি বলেছিলে- "সারাজীবন আমায় দেখিস"
আমি আজও বুঝে উঠতে পারিনি
সেই শব্দের ভেতরে কি ছিল?
স্নেহ,ভালবাসা, আশীষ না বিরক্তবোধ?
তুমি ছুঁড়ে ফেলে চলে গেলে ঠিকই
কিন্তু রেখে গেলে আশ্চর্য এক নীরবতা
যা প্রতিদিন আমাকে ঘুমহীন করে রাখতে বাধ্য করে।
আমাকে তুমি ভুলে গেলেও
তোমাকে কখনো তা ভুলবো না
তুমি আমায় শিখিয়ে দিয়ে গেলে
বিশ্বাস ও ভরসাকে কত সহজে খুন করা যায়
যেমন করে তুমি তোমার দেওয়া শব্দগুলোর অর্থ খুন করে দিলে...