তোমার কথা বলার স্বাধীনতা কেবল ফিকে হয়ে আসে
তুমি তোমার মুখের শব্দে
আস্তে আস্তে চিনিয়ে দিচ্ছ
অন্যের জন্য ঘর বরাবর
তোমার মনের দরজায়
যতটা আমার জায়গা আছে
তারচেয়ে বেশি তুমি যাকে প্রশ্রয় দাও
সে একজন বিবেকহীন মানুষ
যার সাথে প্রতিদিন কামনার ঘোরে
শরীর বন্ধকি দাও
তার প্রতিটি পথ অনুসরণ করো
তাকে দেখামত্রে ছুটে যাও
তোমাকে সময়ে অসময়ে
আপন স্বার্থে বলী করে
তোমার কথাবলার স্বাধীনতা নেই
তাই তুমি প্রতিদিন অপমান করতে করতে
আমাকে দূরে ও বহুদূরে ছুঁড়ে দাও।