তোমার কাছে আসার আগে
ব্যার্থ স্নেহটুকু আমি কুলুঙ্গিতে রেখে আসি
অনেক অনেক উঁচুতে, যাতে আবেগের সময়
আর যেন না চাইতে পারি
যাতে বারবার উপেক্ষা ও নি:স্ব করতে কেউ না পারে

এই সামান্য জীবনে যাদের ভালবেসেছি
তারা সময়ে  বুঝিয়ে দিয়েছি ভালবাসার অর্থ
আমার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেছে
শুধু  এক চিমটে স্নেহের ভরসায়
অপরিসীম বিশ্বাসের উপর ভর করে
আমার বাকি জীবনটা
তোমার কাছে আসার আগে
আমার পাওয়া  ভালবাসা ও স্নেহগুলো
চোখের জল হয়ে ভেসে যাচ্ছে আকাশে
ওই তো আমার মা,দূরে ভেসে আসছে আমার মা
তাদের মাঝে তুমিও রয়েছো
আমি স্নেহের উষ্ণীষ নেব বলে হাত বাড়াচ্ছি তোমার কাছে
আর তুমি অবিরত উপেক্ষার আবিল দৃষ্টিতে
আমাকে অনেক অনেক দূরে অন্ধকারে ফেলে চলে গেলে...