তোমার আজ জন্মদিন
অথচ  আজ সারাদিন  কত অপমান করলে
নিজের সন্তানকে দূরে সরিয়ে রেখে
বন্ধুর সাথে খেলে বেড়ালে
বন্ধুর মিথ্যে অভিনয়ে পাগল হয়ে
তোমার জন্মদিনটিও ছেলেকে আনন্দে করতে দিলে না
তুমি নিজের সন্তানকে অজস্র ভাষার উপহার দিলে
তোমার জন্মদিনে
তুমি  বন্ধুকে নিয়ে ব্যস্ত
কিন্তু  সন্তানকে দূর দূর করে
বাড়ি থেকে তাড়িয়ে দিলে

বা: কি সুন্দর সম্পর্ক!!