রাতের জানালা ধরে হাসে দূরদর্শী চাঁদ
পরাবাস্তব উঠোনে মাটি ও জোছনার খেলা
দেখে পরিশ্রান্ত
একদিন কেন যে দিয়েছি মেখে আকুল চুম্বন
স্বপ্ন ভাসা তোমার কোমল অধরে
সেই ভালবাসা ফিরে পেতে ব্যাকুল দুঠোঁট
অথচ তুমি মহাসুখের আশায় তৃষ্ণার মহাসমুদ্রে
ডুব দাও অন্যের শরীরে

আমি প্রতিক্ষায় থাকি চুম্বনের স্মৃতি নিয়ে
রাতভর দাপাদাপি চোখমুখ  ললাট চিবুক
আচ্ছন্ন হয়ে থাকি আবারও....
তোমার অতীত নিয়ে হৃদয়ে অক্ষর আঁকি
গোপন সময়ের কোলাজ

এতো মায়াময় তোমার মুখ
কেবল নিজের  সমানুপাতে
মাঝে মাঝে  বিড়ম্বনার শিকার হই
তোমার রুষ্ট চোখে

তবুও  তুমি আসবে ফিরে...
মিথ্যাকে ঠেলে সত্যের কাছে
তাই চেয়ে থাকি ঘুমহীন চোখে খোলা জানালায়



তোমার চুম্বন ফিরে পেতে...