স্নেহ দেবে
মনের কাছে শপথ নিও।

তোমার জন্য নতুন করে
জীবন পেলাম আশীষ পেয়ে।

ফিরিয়ে দিও না
তোমার কাছে আমার অধিকার

বিশ্বাস শুধু মনের গভীরে
আশীষ শুধু আমার অধিকার।