মাগো,আজকে পুতুল গায়ে হলুদ,কালকে পুতুল বিয়ে
তুমিই প্রথম করবে আশিস ধান- দুব্বো দিয়ে
তোমায় নিতে এসেছি মাগো খেলনা গাড়ি করে
এখুনি তোমায় যেতে হবে আমার খেলা ঘরে।
বেশ কটা দিন ব্যস্ত ছিলাম নানান ঝামেলাতে
তাই তো মাগো দেখা হয়নি তোমার সাথে
একা আমি, ব্যস্ত তাই ছুটছি চতুর্দিকে
নিজগুণে ক্ষমা করো মা তোমার শিশুটিকে।
হঠাৎ হল বিয়ের কথা হঠাৎ পাকাপাকি
তুমিই বলো আত্মীয়দের কেমন করে ডাকি?
তবুও মা সব্বাইকে জানিয়েছি ফোনে ফোনে
বলেছি তোমরা সবাই এসো আমার আমন্ত্রণে
মা গো আমার পুতুলের জন্য মনাটা বেশ কাঁদে
পুতুল আমার ধন্য হবে তোমার আশীর্বাদে।