তোমাকে যে একটু ভুলে থাকবো
সেই শক্তি বোধহয় নেই
এত দিয়েছিলে,মন ভরে দিয়েছিলে
দিয়েছিলে এত স্নেহ
নতুন করে বেঁচে থাকার, এক নতুন আলো
নিয়ে পিতৃত্বের স্বাদ পেয়েছি
অতীত স্মৃতি ভুলে নতুন জীবনের আশ্রয়
কিন্তু হঠাৎ করে তোমার পরিবর্তন দেখে
আমার সব আশা ভাসিয়ে দিলে
রোগা নদীর জলে
এখন আমি নিশ্চুপ
কেবল দূর থেকে তোমার অবহেলার স্বীকার হতে হতে
হৃদয়ে শুধু শূন্য স্নেহ...
তবুও তোমাকে ভুলে থাকার শক্তি নেই।