আমি তো ভুলে যেতে চাই
বারবার তোমার দেওয়া আঘাত আর বেদনায়
আমাকে ক্ষতবিক্ষত যখন করে দেয়
আমার মনে তখন যন্ত্রণার বাসা বাঁধে
আমি সারা আকাশটার দিকে তাকিয়ে
অশ্রূপূর্ণ নয়নে আমার অতীত ও ভবিষ্যতকে খুঁজি
তোমার প্রতিশ্রুতিগুলো আমার স্মৃতিতে
বড়শির মতো গেঁথে আছে
যা আমৃত্যুকাল আমার অন্তরে থাকবে
অথচ বারবার তোমার দেওয়া আঘাতেও বলতে পারো
তোমাকে কেন এতো মন টানে?