তোমাকে আশ্রয় ভেবে বেঁচে উঠি
পূর্ব জন্মের বিস্ময় স্বপ্ন
অনেক যন্ত্রণার বুক
ভাষার ঝড়ে দিনরাত
যদিও বটগাছ ভেবে, তোমার ছায়ায় আশ্রয় নেব ভেবে
তোমার নির্দেশ মেনে পিতৃত্বের আলো খুঁজি
সকালের ঘুম চোখে
তোমাকে দেখি অভ্যেস মতো
আমার মাথায় হাত,স্নেহাশিস
এসব তুমি ভুলে
সমস্ত অতীত ভেঙে
হেঁটে যাও... হেঁটে যাও অন্য কোনখানে
তবুও তোমাকে আশ্রয় ভেবে বেঁচে উঠি।