জানি তুমি আমাকেই ভালবাসো
অথচ তোমার  ভালবাসার ভাবনা আলাদা
আমার জন্য তোমার অপেক্ষা লাগে না, তুমি নিশ্চিন্তে আমাকে দূরে একা রেখে  তুমি সময় কাটিয়ে দিতে পারো


জানি তুমিও আমাকে স্নেহ করো
অথচ প্রতিদিন সকাল থেকে রাত অবধি আমার জন্য কোনো তাড়া নেই, তুমি তোমার মায়ায় আটকেও  বিরক্তির সুর তোমার গলায় শুনে নির্বোধের মতো
বহুরাতে একা জেগে থাকি

জানি তুমি ভালবাসো পিতার অধিকারে
ঠিক যেমন জল ছাড়া গাছ বাঁচে না।

তোমার ভালবাসার ভাবনা আলাদা, তুমি  কারণে অকারণে স্নেহ ও ভালবাসায় আঘাত করে
ক্ষতবিক্ষত করে দাও।
অথচ তুমি  অন্যের তৃষ্ণা নিবারনের জন্য  ব্যস্ততার সময় কাটাও,তোমার চিন্তা-চেতনার ধারা ক্রমশ তোমাকে অন্ধকারে নিয়ে যায়, তোমাকে  ফেরার পথ দেখালেও সারাক্ষণ  কাজের বাহানায় ডুবে যাও।

আমি ভালবাসি আমার মতো করে অতীত পেছনে রেখে বর্তমান ও ভবিষ্যতকে তোমার কাছে রেখে
আমি অক্ষর নাবিকের স্বপ্ন চোখে নিয়ে তোমার কাছে আশ্রয়  না পেলেও তোমার কাছে ঋণী থাকি

তোমার ভালবাসার ভাবনা আলাদা অথচ আমি তোমার একাকিত্বের ছায়ায় রোজ থাকে..