আশ্চর্য হলাম।। তোমার কথার পাশে কথা দেখে
তোমার কথায় অন্ধকার ছায়া নেমে এলে
নক্ষত্রের আলোয় মোমবাতি জ্বেলে দিই
তোমার বিকৃতি মুখে
আমাকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়
কিন্তু আমি তো তোমার কাছে মোমবাতির মতো
একটা সম্পূর্ণ জীবন চেয়ে ছিলাম
অথচ ছায়াহীন নৈশব্দে গলে যাচ্ছি
তুমি মুখ তুলে চেয়ে দেখার সুযোগই পাও নি
তোমার উঠানের পাশে
পড়ে থাকা একটা লাশ দেখে
তুমি হাসিমুখে প্রার্থনায় বসলে
তোমার প্রার্থনা পূর্ণ হোক।।