তোমার জন্য প্রাণ পেলাম
তোমার জন্য আশা
তোমার জন্য নতুন করে
পেলাম মুখের ভাষা।

তোমার জন্য সাহস পেলাম
তোমার জন্য ভয়
তোমার ভেতর থাকবো আমি
তোমার সাথে লয়।

তোমার জানা নতুন করে
দেখবো নতুন প্রভাত
তোমার বুকে আশ্রয় দিও
বাড়াও দুটো হাত।