ঘুমের মধ্যে ভেসে ওঠে তোমার ছবি
তুমি হাসিমুখে বুকের উপর
নিজের ভাবনায় ক্ষত  তৈরি করলে
অথচ
সকাল
দুপুর
রাতে
ক্ষত উদযাপন করি
আমার  নিজস্ব শরীরে