সামনের দিনগুলি রয়েছে প্রতীক্ষায়
অনিশ্চিত ভরসার হাত ধরে চাইনা আর সামনে এগোতে
বুকে হাত তুলে নিয়েছি গুটিয়ে
আমার বিবীর্ণ কবিতা আজ এই ফাগুনের
আগুনেই ছাই হোক
ধুলায়  ধূসরিত হোক পৃথিবীতে
তবুও  তুমি  আসবে...