আকাশটা নীল
উত্তুরে বাতাস
শরীরটা ড্রাই
শীতের আভাস !
মন চঞ্চল
আসছে তো ওই
পিঠা, পায়েসের দিন,
আর দেরি কই ?
হাল্কা শীত
উত্তুরে হাওয়া
ছুটিছাটা কাটাতে
পিকনিকে যাওয়া।
ক্রমে বাড়ে শীত
মাত্র দুটো মাস
তারপর গরমে তে
ফের হাঁসফাঁস !
এই দুটো মাসে
বড় দরকার
লেপ, কম্বল ,কোট
আর সোয়েটার ।
এসব তো তোলাছিল
আলমারিতে
একটি বছর পরে
ফের এই শীতে !
এই শীতে খাওয়া দাওয়া
টুকটাক ঘুরে আসা,
উপভোগ করা যায়
প্রকৃতির ভালবাসা ।
নলেন গুড়েতে জ্বাল
এই শীতে পড়ে
পিঠা,পায়েস,মোয়া খেয়ে
মন, প্রাণ ভরে !
সব চেয়ে ভাল লাগে
সকালের রোদ্দুর
মিঠে রোদ গায়ে মেখে
আনন্দ ভরপুর ।
বয়স তো একাশি পার
শীতে পাই কষ্ট
তবু শীত ভাল লাগে
জানাচ্ছি স্পষ্ট ।