কোথায় পালিয়ে যাবো!
প্রতি মুহূর্তে ভাবি
এই বুঝি দু'হাত বাড়িয়ে ডাকবে
এই বুঝি পড়ে গেলে আদর করে দেবে
এই বুঝি পেছনে ফিরলে
তোমার দেখা মিলবে
সেই কবে একদিন তোমার কাছে গিয়েছিলাম
দেখা হয়েছিল
মনে পড়ে...
মনে পড়ে...
যেদিন তুমি আমাকে কত বাস্তব স্বপ্ন দেখিয়েছিল
তোমার একাকিত্বের জীর্ণতা মুছে দিতে
আমার কাছে স্বপ্নগুলো সাজিয়ে তুলেছিলে
সম্পূর্ণ তোমার মতো করে
অথচ
সেই স্বপ্নগুলো চিলেকোঠায়
কবে যে হারিয়ে গেল
তোমার দরজায় দাঁড়িয়ে —
মনে পড়ে...
মনে পড়ে...
সেই সিঁদুররাঙা গোধূলি
সমুদ্র সৈকতে ব্যস্ততা নেই
হেঁটে চলাতেই আনন্দ থইথই
অথচ
কি জানি এমন কেন হয়
এমন কেন বিষণ্নতা
কেন এত বিরক্ত
ঘিরে ধরে দৈনন্দিন ডিঙিয়ে
তবুও সহজ ভাবে ছুটে যাই
আর একবুক দু:খ নিয়ে আসি
কেবলই মনের সরণীতে
তব মনে পড়ে
মনে পড়ে...
তোমার চলার পথে নাটকের দৃশ্য
বজায় থাক
বজায় থাক আমার উপর
অবহেলিত দিন যাপনের বিরতি