নেই,তিলোত্তমা নেই আর
এই পৃথিবীতে সে আর নেই
যে ভেবেছিল তার বেঁচে থাকা মানুষের জন্য —
অসহায় দারিদ্র্যদের জন্য- অগাধ স্বপ্নের ভেতর
এতোদিন ডুবেছিল
এই পৃথিবীতে সে আর নেই
সমস্ত রাত ছায়াপথ থেকে নক্ষত্রের মতো
নেমে আসে মৃত্যুর অদৃশ্য নির্জন হাত
তবু্ও হামাগুড়ি দিয়ে নিজেকে বাঁচাতে চেয়েছিল
সেই অসাড় অন্ধকার কক্ষে
মানুষের মতো দেখতে হিংস্র পশুর দল
তার সারা শরীর ক্ষতবিক্ষত করে
ফেলে আসে লাশকাটা ঘরে
নিস্তব্ধতার লম্বিত ঘোমটার সান্ত্বনায়
তার স্বপ্নগুলো ছবির ভেতর হারিয়ে যায়।