তোমার কাছে আনন্দ সমারোহ
সুখের গান গাই
সকাল, সন্ধ্যা কিংবা রাতে
তুমি যখন আমায় ফেলে
তির তির করে ছুটে বেড়াও
তার নাম বিশৃঙ্খল
মনের ভেতর সন্দেহের চোখ
দিন যাপনে হয় মনখারাপ
তোমার কাছে নির্জন ঘুঘুঘেরা দুপুর
মানে ক্লান্ত শরীর
তোমার চোখে এক সমুদ্র দু:খ
দূর্বল হই তোমার স্নান আলোয়
আমি একলা যখন তোমার সন্ধানে
তুমি তখন নিয়মিত আঁকাবাঁকা পথে
অসিত রাতে আমায় পেয়ে
সব ভুলে নতুন ঠিকানা পেলে।