রাতগুলো অমাবস্যার এক বিছানায়
চাপা শব্দ তরঙ্গে মত্ত আকাশ ঘিরে।
শুক্লপক্ষে দীর্ঘ অন্ধকার
আলোর বহু যোজন দূরে।
একমাত্র জীবন
শিরা উপশিরা রক্ত জালিকায়
উচ্ছ্বাসে উল্লাসে জোট বদ্ধ
বর্ধিষ্ণু শরীরে...
আঁখিদ্বয়ে...
শুক্লপক্ষের প্রত্যাশায়
পৃথিবী ঘুরছে এক, দুই....
অনন্ত তমশায়!
দিনগুলো স্বচ্ছতার অধ্যবসায়
ভদ্রতার সারিতে
রাতের জঞ্জালে
আজ তাঁরা মমিতে।
কাছে পীঠে অকাল কালবৈশাখী
চাঁদ তারা নীহারিকা
কালপুরুষ সপ্তর্ষী...
আজ ওঁরাও মাটির কাছে বিভীষিকা।