অথচ তুমি তাকে কত ভালবাসো
যে তোমাকে রোজ রোজ ব্যবহার করে
আমার সাথে পরিচয় হওয়ার পরে
তুমি কতটা কাছে এলে
আবার দূরে সরিয়ে দিলে
শুধু যে তোমাকে সকাল থেকে রাত অবধি
তোমাকে নিয়ে মিথ্যে কলঙ্ক দেয়
তার সাথে আমাকে জড়িয়ে
আসলে যে যেমন মানুষ ঠিক তার ভাবনায় ঘোরে
তোমাকে ব্যবহারের মন্ত্র
তবুও তুমি সব কিছু জেনে
আমাকে দূরে রেখে
ওর পেছনে পেছনে নেশার ঘোরে দৌড়াও