ঠিকানাটা কেউ কি দেবে,আমি যাবো
এতগুলো বছর যে আমার সাথে ছিল
সে আজ  ভোরের আলো  ফুটতে না ফুটতে
কোথায় চলে গেছে...
ফোনেও খুঁজে পাইনি তাকে
তাকে আমার বড্ড প্রয়োজন
ঠিকানাটা   কেউ কি দেবে?


যে আমাকে স্নেহের আলো দিয়েছে
আলোর ভেতর আদর দিয়েছে
আদর নিয়ে বাঁচার চেষ্টা
তবুও  পিতৃত্বের স্বাদ হারায় না রেশটা...