মা
অজস্র মুক্তোর মতন শিশির
ধানের উপর পড়ে
মাঠ আর মাঠ জুড়ে
রোদ হাসবেই
চাষির ঘরেতে ধান উঠবেই

দিন আসলেই
শ্রমিকের ঘাম ঝরে
জং ধরে পাষাণ শিকলে
তা ভাঙবে,ভাঙবেই
ফুটপাতের শিশু হাসবেই
সত্যি কি স্বাধীনতা আসবেই!