সমস্ত কথা স্মৃতি থেকে মুছে দিতে উড়িয়ে দিতে পারি না
সমস্ত স্মৃতির মধ্যে দেখি তোমাকে
এখন তুমি পাগলামি করছো
নিজেকে ডুবিয়ে দিয়েছো অন্যের কাছে
অদ্ভুত সে এক মানুষ
যে নিজেকে প্রতিদিন রঙ বদলায়
তুমি রোজ রোজ ভেসে থাকো
তার শারীরিক ডানায়
এবার সময় হয়েছে
সমস্ত আবেগ,সমস্ত মিথ্যে স্বপ্ন সব ফেলে
ফিরে এসো
এখন আপন বলতে আমি
তোমার সমস্ত দায়ভারের তৃষ্ণা জুড়াবে
ভাঙা ভাঙা স্মৃতির অন্তরালে...
স্মরণে রেখো...