আকাশ ছিঁড়ে বৃষ্টি পড়ে ঘরের ভেতর
চাঁদের আলো জ্যোৎস্না ঝরায় ঘরের কোণে
রাত জেগে রয় গরীবগুলো নীরব নিথর
একলা ঘরে ভোর প্রহরে সময় গোনে।
গ্রীষ্ম আসে তাদের ঘরে আগুন নিয়ে
রৌদ্র ঝরে তাদের গায়ে ঘামে ঘামে
পেটের ক্ষুধা মেটায় তারা কোদাল দিয়ে
কাজের শেষে ক্লান্ত দেহে সন্ধ্য নামে।
এমনই করে চলে তাদের লাইফ স্টাইল
স্বপ্ন তাদের হয়না পূরণ চোখে আঁকা
স্বপ্ন মেখেই পার করে নেয় লক্ষ মাইল
স্বপ্ন চোখে স্বপ্ন নিয়েই বেঁচে থাকা।