সময়কে তুমিও আসতে দেখনি ও যেতেও দেখনি
আমিও দেখিনি
আমি শুধু দেখেছি সময়কে
এক এক জায়গায় জড়ো হতে
তোমার ভাবনার মধ্যেও কিছু সময় জমতে দেখেছি
কিন্তু কখনো চিনতে পারিনি সময়কে
তোমার খেয়াল, তোমার আবেগ মায়ার আবেশে ঘেরা ছিল
কেবল আমি তোমার সময়কে চিনতে পারিনি
শুধু স্বপ্নের মধ্যে সময়কে ডুবতে ও ভাসতে দেখেছি
যখন তুমি আমাকে
সময়ের সাথে সাথে প্রত্যাখ্যান করো।