ভেবেছিলাম উড়ো মেঘে মিশে
ভেসে যাবো স্নেহের দেশে
অনাহুত ভালবাসার সমাবেশে ।
সাদা কালো মেঘে আমার লাবন্য
সদ্য সতেজ মাখা তারণ্য
এগিয়েছিল চাঁদ রাঙা হাসিতে
দিশাহারা ভঙ্গিতে....
অনেক উঁচু আকাশ...
তার নীচে ফেলে আসা গভীর শূন্যতায়
অস্ফুট শব্দ তরঙ্গের বিবাদ
উস্কে দিয়েছে বিবাগী বাতাস।
ঘনঘন বজ্র ধ্বনি স্নেহের স্বপ্নে শুনি
বিদায়ের বাণী
দেখি পদস্খলন...
অকাল মরণ।
মাঝখানে উড়ো পাখির ক্ষুধার্ত নিঃশ্বাস
রক্ত রেখা ছুঁয়ে গেছে
শ্মশানে শুয়ে আছে অনাহত শরীর
সন্তানের সমস্ত আবদার পুড়ছে
বৃষ্টি হয়ে ঝরে গেল মেঘ
অভিমানের ভারে
প্রতিহিংসা বিজড়িত বিদীর্ণ মাটিতে
পিতার অন্ধ মনের ভেতর
ক্ষয়ে যায় সন্তানের শরীর