স্বপ্ন ছেঁড়া ভোরের পাখি
বলল আমায় ডেকে
তিলোত্তমা মৃত্যুর প্রতিবাদে
যাবি তোরা কে-কে?
ভোরের সকাল বলল কেঁদে
ওগো খোকা-খুকু
আমিও যাবো তোমাদের সাথে
দাঁড়াও এতটুকু
ঘুম হারানো চোখের পাতায়
সূর্য বলে কেঁদে
আমিও যেতে চাই যে খুকু
প্রতিবাদে দল বেঁধে
খুকি বললে, ভালো কথা
তুমিও চলো তবে
সবাই মিলে রাত দখলে
তিলোত্তমা খুশি হবে।