অষ্টপ্রহর আমার চোখে
প্রতিশোধের নেশা
কাঁদতে আমি জানিনা যে মোটে,
কাস্তে হাতে শুনি সবুজ মাঠের গান
হাতুড়িতে ভাঙি কঠিন পাথর
ছন্দ নয় আজ প্রতিশোধের
গদ্য আমার ঠোঁটে।

আমি দুহাত দিয়ে প্রাণেপনে
পথের কাঁটা সরাই
যে পথ ধরে যুদ্ধে যাবে
সূর্য সৈনিক যতো ,
রক্তঢালা পথের পাশে
স্বপ্ন বুনি আমি
আমার গায়ে যন্ত্রণারা
ছড়িয়ে গেছে সাপের বিষের মতো।

বন্ধু ওহে
কমরেড ওহে
ওহে আমার ভাই,
আমার মুঠোয় ঘৃণার বারুদ ভরা
এগিয়ে দেবো সব তোমাদের
যদি-
পথে দেখা পাই।