খুঁজতে খুঁজতে পেয়েছিলাম তোমার উঠান
তোমার চোখে ছিল তখন কান্নার দাগ
পবিত্র ভালোবাসা বিছানো বাতাসে
অজস্র দীর্ঘ নিঃশ্বাস।
চোখের জলে মশাল জ্বালিয়ে সন্তান স্নেহ দিলে
শপথ বাক্য নিলাম তুমি ও আমি দুজন
আমার দায়িত্ব নিলে তুমি চিরন্তন
শূন্য হৃদয়ে তুমি দিলে পিতার স্বাদ
খুঁজতে খুঁজতে গেলাম উচুঁ উঁচু নিয়ম ডিঙিয়ে
পৌঁছেছিলাম তোমার বারান্দায়।
সন্তানের মনে দিয়েছো অজস্র ঘৃণার দাগ
বিরহ বেদনায় আত্মহত্যা করলে হৃদয় জ্বালা কমাতে।
আজ ঐতিহ্য নেই গুঞ্জন আছে বাতাসে
হৃদয়ের শূন্যতা আছে ভালোবাসার আদর জুড়ে।