জন্মলগ্ন থেকে স্নেহ ও ভালোবাসার অভাব বাড়ছে
সময় চলছে তার প্রসারিত কাঁটায় কাঁটায়
কতটা স্নেহ করো তুমি সেই দিকে মন কাড়ছে
আসলে না পাওয়ার ইচ্ছে বলে শূন্য বেড়ে যায়।
যতটা বাড়ে বাড়ুক অভাব প্রতিক্ষণ কাল নিরবধি
তোমার আশ্বাসবাণী বেলাগাম মহাকাল রথে
বহু সাধনায় পেয়েছি যেন তোমায় এ অবধি
জানি না কোথায় এর শেষ ও সুরু অন্তহীন পথে।
কিভাবে তোমাকে থামাবো এই সীমাহীন চলা
এভাবে চলতে গিয়ে থামবে না স্নেহের কদর
দু:খ ও যন্ত্রনায় ভরা তোমার সাথে কথা বলা
তোমার শ্রীচরণে আমি শ্রদ্ধাঞ্জলি দেব বারবার।
তোমার একটু আশীষ যেন পাই এই যাত্রায়
বিধাতার কাছে পাবো এই সমাধান নতুন মাত্রায়।