তোমার  ঐশ্বর্য দেখে
তোমার জন্য ফাঁদ পেতেছে
তুমি সহজেই
যাকে আপন করেছিলে
সে তোমাকে  রোজ রোজ  
তোমার উদারতার মধ্যে অভিনয় করে
ছুঁচের মতো প্রবেশ করে
অথচ তুমি সব জেনেও
তুমি পাগল হয়ে ওঠো
তোমার  ডানে,বামে,সামনে ও পেছনে
সবাই  দেখছে,হাততালি দিচ্ছে
তুমি কারণে - অকারণে  ওর পেছনে  
ঘুরছো দেখে
তোমার মান সম্মান  
সব অভিনয়ের  জালে জড়িয়ে গেছে
আর
সুকৌশলে পাগল বানাবে বলে
তোমার  সমস্ত দিক অধিকার করে নেয়..