রোজ রাতে কামনার স্রোতে
ভেসে যায় উলঙ্গ শরীরে
যেখানে  সমস্ত  কাজ তোমার
উলোটপালোট হয়ে যায়
তবুও  তুমি সমসঙ্গী তে
রাতের বিছানায়  খেলা করো
তোমার অতীত ও বর্তমান ছাপিয়ে
শুধু স্বার্থে ব্যবহৃত হতে হতে
শুধু রাতে নি:স্ব হয়ে যাও।