হঠাৎ আইনির খবর  চাকরি গেল গেল
সব শেষ সব শেষ
পড়াশোনার শেষে  অগাধ স্বপ্ন নিয়ে
শিক্ষকের পেশায় বাঁচতে চেয়েছিলেন
যাঁরা সুন্দর সংসার  গড়ে
আকাশের সাথে,মেঘেদের সাথে, নদীর সাথে
পাখিদের সাথে ছিল
আনন্দে ভরপুর
আজ যেন সবার থেকে দূরে  সরে যায়
চোখে জল নিয়ে
হাহাকার আর হাহাকার  গ্রামে শহরে

অপরাধী কিছুই জানলে না
কেন এমন সাজা
শুধু বিচার হয়ে গেল..